যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে চায় পশ্চিমারা, চেষ্টা করে দেখুক: পুতিন
-
পুতিন
যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করে দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সাহস থাকলে পশ্চিমা বিশ্বকে এ ব্যাপারে চেষ্টা চালিয়ে দেখতে বলেছেন তিনি।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেছেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো এখনো শান্তি আলোচনার পথ খোলা রেখেছে। সংঘাত যত দীর্ঘ হবে, যেকোনো আলোচনার সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসবে। বৈঠকে পুতিন বলেন, পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে চায়। তারা চেষ্টা করে দেখতে পারে।
তিনি আরও বলেন, পশ্চিমারা চায় ইউক্রেনে সর্বশেষ মানুষটি জীবিত থাকা পর্যন্ত লড়াই চলুক। এটা ইউক্রেনীয় জনগণের জন্য কষ্টের বিষয়। এরপরও দেখে মনে হচ্ছে সবকিছু সে পথেই এগোচ্ছে।
রাশিয়া এখন পর্যন্ত বড় আকারে কোনোকিছু শুরু করেনি বলে জানান পুতিন। তিনি ইউক্রেনের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা আলোচনা প্রত্যাখ্যান করেছে, তাদের জানা উচিত যে যত সময় গড়াবে আলোচনার পথ তত কঠিন হয়ে উঠবে।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। এরইমধ্যে বেশ কিছু এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী। সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন পর্যায়ে কয়েক দফা আলোচনা হলেও তা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।