৫ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি
(last modified Sun, 10 Jul 2022 04:05:07 GMT )
জুলাই ১০, ২০২২ ১০:০৫ Asia/Dhaka
  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকটি দেশে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন। তবে কী কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়া হয় নি।

গতকাল (শনিবার) এক ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মানি, ভারত, চেক প্রজাতন্ত্র, নরওয়ে এবং হাঙ্গেরিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের বরখাস্ত করার ঘোষণা দেন। এসব রাষ্ট্রদূতকে নতুন কোনো পদে দায়িত্ব পালন করতে দেয়া হবে কিনা তাও তাৎক্ষিণকভাবে স্পষ্ট করা হয় নি।     

পর্যবেক্ষকরা মনে করছেন, মস্কোর সামরিক অভিযানের বিরুদ্ধে এসব রাষ্ট্রদূত কিয়েভের জন্য যথেষ্ট সমর্থন ও সামরিক সহযোগিতা আনতে না পারার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক যথেষ্ট স্পর্শকাতর। জার্মানি তার জ্বালানি চাহিদা পূরণের জন্য রাশিয়ার ওপর অতি বেশি মাত্রায় নির্ভরশীল। এ কারণে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে জার্মানি অনেক পশ্চিমা দেশের মতো রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে নি।#     

পার্সটুডে/এসআইবি/১০