কলম্বিয়ায় শপথ নিলেন প্রথম বামপন্থী প্রেসিডেন্ট; ঐক্যের ডাক
(last modified Mon, 08 Aug 2022 13:45:56 GMT )
আগস্ট ০৮, ২০২২ ১৯:৪৫ Asia/Dhaka
  • নয়া প্রেসিডেন্ট
    নয়া প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক গেরিলাযোদ্ধা গুস্তাভো পেত্র। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে কলম্বিয়ার রাজধানী বোগোতার বলিভার প্লাজায় শপথ নেন তিনি।

শপথ গ্রহণের পর এক ভাষণে জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। পেত্র বলেন, যেসব চ্যালেঞ্জ-পরীক্ষা রয়েছে, তা মোকাবিলায় ঐক্য দরকার।

পেত্র'র শপথ অনুষ্ঠানে স্প্যানিশ রাজা ফেলিপ ষষ্ঠ ও লাতিন আমেরিকা অঞ্চলের অন্তত নয়টি দেশের প্রেসিডেন্ট উপস্থিতি ছিলেন। প্রায় এক লাখ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে শপথ নেন সাবেক এই গেরিলাযোদ্ধা। এর আগে তিনি দেশের সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

৬২ বছর বয়সী পেত্র ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছেন। ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সাবেক সদস্যদের ক্ষেত্রে ২০১৬ সালে হওয়া শান্তিচুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ২৯ মে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পেত্র জয়ী হলেও প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। এ কারণে গত ১৯ জুন দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই দফায় তিনি ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।#

পার্সটুডে/এসএ/৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।