স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন করছে পাকিস্তান
(last modified Sun, 14 Aug 2022 13:02:18 GMT )
আগস্ট ১৪, ২০২২ ১৯:০২ Asia/Dhaka
  • স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন করছে পাকিস্তান

পাকিস্তানের জনগণ স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন করছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন শহরের নানা ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ৩১ বার এবং অন্যান্য প্রাদেশিক সদর দপ্তরে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। স্বাধীনতার হীরক জয়ন্তীতে পাকিস্তানের নিরাপত্তা এবং উন্নতি ও জনগণের কল্যাণের জন্য বিশেষ দোয়া মোনাজাতের করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদা আযম মোহাম্মদ আলী জিন্নাহর মাজারে চেইঞ্জ  অব গার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাকিস্তানে স্বাধীনতার হীরক জয়ন্তীতে জিন্নাহর প্রতি শ্রদ্ধা

স্বাধীনতার হীরক জয়ন্তী উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান ৭৫ বছরের স্মরণে ৭৫ রুপি মূল্যমানের মুদ্রা ছেপেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে জনসাধারণের জন্য এই নোট বাজারে ছাড়া হবে।

পাকিস্তান আন্দোলনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে নতুন এই নোটে কায়েদা আযম মোহাম্মদ আলী জিন্নাহ, স্যার সাইয়্যেদ আহমেদ খান, আল্লামা ইকবাল এবং মুহতারামা ফাতেমা জিন্নাহর ছবি রয়েছে।

স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ