ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ছিল নাশকতা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i112012-ক্রিমিয়ায়_সামরিক_ঘাঁটিতে_বিস্ফোরণ_ছিল_নাশকতা_রাশিয়া
ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আজ (মঙ্গলবার) একাধিক বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২২ ১৮:৫৮ Asia/Dhaka
  • ক্রিমিয়ায় আজকের বিস্ফোরণের দৃশ্য
    ক্রিমিয়ায় আজকের বিস্ফোরণের দৃশ্য

ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আজ (মঙ্গলবার) একাধিক বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই নাশকতায় বেসামরিক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায়। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন।

২০১৪ সালে ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিয়িয়া উপদ্বীপ। ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনায় ক্রিমিয়ায় নিজেদের ঘাঁটির সহযোগিতা নিচ্ছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর ইউক্রেনকে সব ধরণের সাহায্য ও সমর্থন দিচ্ছে ইউরোপ ও আমেরিকা। বহু ইউরোপীয় ও মার্কিনী সেখানে যুদ্ধ করতে গেছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।