সমরাস্ত্র সরবরাহের জন্য কৃতজ্ঞ, চাই আরো অস্ত্র
https://parstoday.ir/bn/news/world-i112864-সমরাস্ত্র_সরবরাহের_জন্য_কৃতজ্ঞ_চাই_আরো_অস্ত্র
রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের মোকাবিলায় পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। একইসঙ্গে বার্লিনকে ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র আরো বেশি করে সরবরাহ করারও আহ্বান জানিয়েছে কিয়েভ।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১১:৩১ Asia/Dhaka
  • বার্লিনে চ্যান্সেলারির সামনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিগালকে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎয (রোববারের ছবি)
    বার্লিনে চ্যান্সেলারির সামনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিগালকে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎয (রোববারের ছবি)

রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের মোকাবিলায় পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। একইসঙ্গে বার্লিনকে ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র আরো বেশি করে সরবরাহ করারও আহ্বান জানিয়েছে কিয়েভ।

বার্লিন সফররত ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিগাল রোববার জার্মান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ‘ইউক্রেনের প্রতি সংহতি ও সহযোগিতা’ দেয়ার জন্য বার্লিনের প্রতি কৃতজ্ঞতা জানান।বিগত কয়েক মাসে কিয়েভের কাছে সমরাস্ত্র সরবরাহ বৃদ্ধি করার জন্য জার্মানিকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, হাউয়িটজার-২০০০ ট্যাংক এবং মার্স রকেট লাঞ্চারসহ জার্মানির দেয়া সব সমরাস্ত্র যুদ্ধক্ষেত্রে ভালো কাজ করছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, তিনি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে বৈঠকে ইউক্রেনের সামরিক পরিস্থিতি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করা এবং কিয়েভকে আরো বেশি সমরাস্ত্র দেয়ার উপায়সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন। স্মিগাল বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে দেয়ার ক্ষেত্রে জার্মানি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তার দেশ আশা করছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ শুরু করে। ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে জার্মানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।