আফগানিস্তানে আত্মঘাতী হামলায় রুশ দূতাবাসের কর্মীসহ নিহত ৬
(last modified Mon, 05 Sep 2022 13:30:02 GMT )
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৯:৩০ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের দুই কর্মীসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন। কোনো কোনো সূত্র বলছে, নিহতের সংখ্যা আরও বেশি। কারণ বোমা হামলার সময় অনেক ছাত্র-ছাত্রী রাশিয়ার ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে সেখানে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গেছে।  আজ (সোমবার) রুশ দূতাবাসের প্রবেশপথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশ বলেছে, বিস্ফোরণে নিহত দুজনের নামপরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। এ সময় দূতাবাসের নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশপ্রধান মালাউয়ি সাবির বলেছেন, দূতাবাসে প্রবেশের আগেই সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা আত্মঘাতী হামলাকারীকে দেখে ফেলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে তিনি প্রাণ হারান।

এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় জঙ্গি দূতাবাসের প্রবেশদ্বারের কাছেই বিস্ফোরণ ঘটায়। এতে দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে আফগান নাগরিকেরাও রয়েছেন।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনার নিন্দা জানিয়েছেন। সম্প্রতি আফগানিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। গত শুক্রবার হেরাতের জামে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ওই মসজিদের খতিব ও বিশিষ্ট তালেবান নেতা মৌলভি মুজিবুর রহমান আনসারিসহ বহু মানুষ প্রাণ হারান। #

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ