আফগানিস্তানের জন্য গঠিত তহবিলে তালেবানের সংশ্লিষ্টতা থাকবে না
(last modified Fri, 16 Sep 2022 04:26:55 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১০:২৬ Asia/Dhaka
  • তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ
    তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ

আমেরিকা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলে মন্তব্য করেছে কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকার। জেনেভা-ভিত্তিক একটি তহবিল গঠন করে আফগানিস্তানের কয়েকশ কোটি ডলার অর্থ সেখানে স্থানান্তর করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছে সে ব্যাপারে তালেবান এ প্রতিক্রিয়া জানাল।

তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, “আফগান জনগণের সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র লুট করেছে।” তিনি বলেন, “আমরা এ ঘটনাকে আফগান সম্পদের ওপর আগ্রাসন বলে মনে করি।মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্পদের মালিক নয়।”  আফগানিস্তানের অর্থ অবিলম্বে কাবুলকে ফেরত দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান মুজাহিদ।   

আমেরিকায় আফগানিস্তানের সাবেক সরকারের প্রায় ৭০০ কোটি ডলার অর্থ আটকে রয়েছে। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর আমেরিকা ওই অর্থ আটকের দেয়ার ঘোষণা দেয়।

এদিকে, গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সুইজারল্যন্ডের জেনেভায় আফগানিস্তানকে সহায়তা করার জন্য যে তহবিল গঠন করা হয়েছে ওয়াশিংটনের কাছে থাকা অর্থ থেকে সেখানে ৩৫০ কোটি ডলার পাঠানো হবে। মার্কিন সরকার দাবি করছে, এই তহবিল দুর্দশাগ্রস্ত আফগান নাগরিকদের কাজে আসবে।তবে এই তহবিলের অর্থ খরচে তালেবানকে জড়ানো হবে না বলে আমেরিকা জানিয়ে দিয়েছে। মার্কিন উপ অর্থমন্ত্রী ওয়ালি অ্যাডেমিয়ো দাবি করেছেন, তালেবানের কাছে এই অর্থ হস্তান্তর করা হলে তা দেশটির জনগণের কাজে না লাগার আশঙ্কা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ