গোপনে গুয়ান্তানামো কারাগার বন্ধের পরিকল্পনা করছে: ওয়াল স্ট্রিট জার্নাল
(last modified Sun, 18 Sep 2022 14:09:02 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০২২ ২০:০৯ Asia/Dhaka
  • গুয়ান্তানামো বন্দি  শিবিরের কয়েকজন বন্দি
    গুয়ান্তানামো বন্দি শিবিরের কয়েকজন বন্দি

মার্কিন সরকার গোপনে কুখ্যাত গুয়ান্তানামো বন্দী শিবিরি বন্ধের প্রচেষ্টা জোরদার করেছে। জো বাইডেন

জো বাইডেন নির্বাচনী প্রচারণার সময় এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন কিন্তু তার প্রশাসন এক বছর পার করার পরেও এ নিয়ে জোরদার কোন পদক্ষেপ নিতে পারেনি। রাজনৈতিক বিতর্ক এড়ানোর জন্য গুয়ানতানামো কারাগার বন্ধ করতে এ পর্যন্ত মার্কিন প্রশাসন অনেকটা ধীরে এবং গোপনে কিছু চেষ্টা চালিয়েছে।

তবে এবারই প্রথম প্রশাসন একজন শীর্ষ পর্যায়ের কূটনৈতিক নিয়োগ দিয়েছেন এবং তিনি বন্ধুদেরকে গণবাহিনী থেকে সরিয়ে আনার বিষয়টি দেখভাল করবে ন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সন্ত্রাসবাদ বিষয়ক সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ টিনা কাইদোনাউকে নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি ্ জায়গার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

২০০১ সালে আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার চালানোর  সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আল-কায়েদার সদস্য বলে বহু মুসলমানকে আটক করে মার্কিন সরকার। তাদেরকে এই কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে রাখা হয়। এসব বন্দীর ওপর মার্কিন সেনারা বর্বরনির্যাতন চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ