নতুন যুক্ত হওয়া অঞ্চল রক্ষায় প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i113582-নতুন_যুক্ত_হওয়া_অঞ্চল_রক্ষায়_প্রয়োজনে_পরমাণু_অস্ত্র_ব্যবহার_করবে_রাশিয়া
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, অস্ত্রাগারে থাকা পরমাণু বোমাসহ সব কৌশলগত অস্ত্র রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া অঞ্চলগুলোকে রক্ষায় প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকারী সর্বোত্তম উপাদান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২২ ১৯:০১ Asia/Dhaka
  • মেদভেদেভ
    মেদভেদেভ

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, অস্ত্রাগারে থাকা পরমাণু বোমাসহ সব কৌশলগত অস্ত্র রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া অঞ্চলগুলোকে রক্ষায় প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকারী সর্বোত্তম উপাদান।

রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া প্রশ্নে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠানের আগে তিনি আজ (বৃহস্পতিবার) এ ঘোষণা দিলেন।

আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর এ গণভোট আয়োজনের কথা রয়েছে। মেদভেদেভ আসন্ন গণভোট প্রসঙ্গে বলেছেন, আলাদা হতে ইচ্ছুক অঞ্চলগুলো এবং রাশিয়ার কর্মকর্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গণভোটের আয়োজন করবে। এই সিদ্ধান্তে পরিবর্তন আসবে না।

সম্প্রতি ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত চারটি অঞ্চলের মস্কো-সমর্থিত কর্মকর্তারা গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এই চারটি অঞ্চল হচ্ছে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া।#      

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।