রুশ ফেডারেশনে ইউক্রেনের চার অঞ্চলের অন্তর্ভুক্তি অনুমোদন দিল দুমা
(last modified Tue, 04 Oct 2022 02:11:26 GMT )
অক্টোবর ০৪, ২০২২ ০৮:১১ Asia/Dhaka
  • রুশ সংসদের নিম্নকক্ষ দুমা (ফাইল ছবি)
    রুশ সংসদের নিম্নকক্ষ দুমা (ফাইল ছবি)

ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সর্বসম্মত রায়ে অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা। গত সপ্তাহে ওই চার অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের জের ধরে এক ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল (সোমবার) দুমার সদস্যরা কণ্ঠভোটে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করে ফেলার ঘটনাকে আইনি বৈধতা দান করেন। এ সংক্রান্ত ভোটাভুটির সময় দুমার কোনো সদস্য অনুপস্থিত ছিলেন না এবং কেউ ভোটদানে বিরত থাকেননি। এর আগে ২০‌১৪ সালে একই প্রক্রিয়ায় ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনে একীভূত করা হয়েছিল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

দুমায় ভোটাভুটির ফলাফল ঘোষিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচ্য চার অঞ্চলের প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন, আজ (মঙ্গলবার) সংসদের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলে বিলটি তোলা হবে এবং সেখানেও এটি সর্বসম্মতভাবে পাস হবে বলে তিনি আশাবাদী।

 গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়।পরে শুক্রবার প্রেসিডেন্ট পুতিন বলেন, গণভোটের মাধ্যমে ওই চার অঞ্চলের জনগণ রাশিয়ার নাগরিক হওয়ার পক্ষে রায় দিয়েছেন এবং এখন তারা রাশিয়ার পাসপোর্টের অধিকারী হবেন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ