ইউক্রেনে পরমাণু হামলা চালালে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করা হবে: বোরেল
https://parstoday.ir/bn/news/world-i114468-ইউক্রেনে_পরমাণু_হামলা_চালালে_রুশ_বাহিনীকে_নিশ্চিহ্ন_করা_হবে_বোরেল
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৪, ২০২২ ০৯:১৫ Asia/Dhaka
  • জোসেপ বোরেল
    জোসেপ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।

সেসময় তিনি ৩ লাখ রিজার্ভ সেনা তলব করেন এবং মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে যদি তার দেশ হুমকির সম্মুখীন হয় তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। পুতিন সে সময় নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, “এটি কোনো ফাঁকা আওয়াজ কিংবা কথার কথা নয়।”

গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাময়িক উন্নতি একাডেমীর উদ্বোধনের সময় জোসেপ এই কথা বলেন। তিনি বলেন, যেতেু এবং সেটি শুধুমাত্র জবাব হবে না বরং খুবই শক্তিশালী জবাব হবে- যার কারণে রাশিয়ার সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে।

গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান জেনারেল পেট্রাউস বলেছেন; রাশিয়া যদি হামলা চালায় তাহলে আমেরিকা রাশিয়ার সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে।#

পার্সটুডে/এসআইবি/১৪