আলাস্কার কাছে রাশিয়ার বোমারু বিমান; বাধা দিল মার্কিন এফ-১৬
-
রাশিয়ার টি ইউ-৯৫ বোমারু বিমান
আমেরিকা উত্তরাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যের কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমা থেকে রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান।
নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার দুটি টুপোলেভ টি ইউ-৯৫ বোমারু বিমান আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছাকাছি প্রবেশ করে এবং তৎপরতা চালায়। এ অবস্থায় কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান রুশ বোমারু বিমান দুটিকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়।
ইউক্রেন ইসুতে রাশিয়া এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করলেও নোরাড বলছে, রাশিয়ার বোমারু বিমানকে তারা হুমকি হিসেবে দেখছে না।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বছরের এই সময়টিতে সাধারণত রাশিয়া বার্ষিক পরমাণু মহড়া চালায়।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের কো-অর্ডিনেটর জন কিরবি বলেন, “আমরা ধারণা করছি যে, রাশিয়া মহড়া চালাচ্ছে এবং অতীতেও তারা এ ধরনের মহড়া চালিয়েছে। এ ধরনের মহড়ায় তারা সাধারণত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং কৌশলগত নানা ধরনের অস্ত্র মোতায়ন করে।”#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।