বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়ছেন। পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশে সম্পর্ক বিস্তার করার প্রয়োজন রয়েছে। এ দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে মস্কো।
পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার কূটনীতিদের যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয় তা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার লোকজন যে পরিবেশে কাজ করে তাকে মানবিক বলার সুযোগ তেমন একটা নেই। এসব কূটনীতিক প্রতি মুহূর্তে নানা ধরনের সমস্যা মোকাবেলা করেন এবং নানা রকম হুমকির মুখে পড়েন। এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি রক্ষা করার কোনো যুক্তি থাকতে পারে না।
সের্গেই লাভরভ বলেন, “ইউরোপের দেশগুলো যখন আমাদের দেশ থেকে কূটনৈতিক মিশন গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন পশ্চিমা দেশগুলোতে আমাদের কোনো কাজ থাকতে পারে না। এর পরিবর্তে বরং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকাতে বাড়তি মনোযোগ দেয়া উচিত। এসব অঞ্চলের দেশগুলো সমান শর্তে কাজ করতে প্রস্তুত। এছাড়া এ সমস্ত দেশে নতুন অনেক উদীয়মান প্রকল্প রয়েছে।”
ল্যাভরভ বলেন, আমেরিকায় এবং অনেক ইউরোপীয় দেশ রাশিয়ার কূটনীতিকদের জীবন কঠিন করে তোলে, এমনকি বিপদাপন্ন করে তোলে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নিউ ইয়র্ক এবং বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় রাশিয়ার কূটনৈতিক মিশনের সম্পদ ভাঙচুর করা হয়েছে। এছাড়া, গত মার্চ মাসে আয়ারল্যান্ডে ডাবলিন শহরে রাশিয়ার দূতাবাসের গেইটে একটি ট্রাক দিয়ে আঘাত করা হয়।#
পার্সটুডে/এসআইবি/১৯