খেরসন অঞ্চলের ৮৮ জেলা পুনরুদ্ধার করেছি: ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i114800
ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮০টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে কিয়েভ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২২, ২০২২ ০৭:৫৭ Asia/Dhaka
  • ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো
    ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো

ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮০টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ জেলা দখলমুক্ত হয়েছে। 

এর আগে খেরসন দখল করার পর রুশ কর্মকর্তারা বলেছিলেন তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা খেরসন থেকে পিছু হটে গেছে।

এদিকে রাশিয়ার একটি তদন্ত কমিটি বলেছে, খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি সেতুতে ইউক্রেনের রাত্রিকালীন বোমা হামলায় যে চার ব্যক্তি নিহত হয়েছে তাদের মধ্যে দুজন রুশ সাংবাদিক রয়েছেন।

রুশ কর্মকর্তারা দাবি করছেন, ডেনিপার নদীর উপর অবস্থিত সেতুটি দিয় বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছিল; কিন্তু ইউক্রেনের হামলায় সেতুটি বিধ্বস্ত হওয়ায় সে কাজ স্থগিত হয়ে গেছে।ইউক্রেন ওই সেতুতে হামলার সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে বলে মস্কো যে অভিযোগ করেছে কিয়েভ তা নাকচ করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।