পাকিস্তান পরিস্থিতি:
ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ
পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান সেদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই'র প্রধান নাদিম আঞ্জুম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীকে তার সরকারের প্রতি সমর্থন দিতে প্ররোচিত করেছেন বলে অভিযোগ করেছেন।
ইমরান খান গত এপ্রিলে তাঁর সরকারকে অপসারণ করার বিরোধী দলীয় ষড়যন্ত্রে সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল বলে আবারও অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগের প্রতিক্রিয়ায় গোয়েন্দা প্রধান ইমরান খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন।
ইমরান খানের আমন্ত্রণে তার সমর্থকরা গতকাল "ট্রু ফ্রিডম মার্চ" নামে কয়েক দিনব্যাপী মিছিলের আয়োজন করে। ইসলামাবাদগামী ওই মিছিল গতকাল (শুক্রবার) শাহদেরা এলাকা থেকে শুরু হয়। আগাম নির্বাচনের দাবিতে আয়োজিত ওই মিছিল আগামি ৪ নভেম্বর রাওয়ালপিন্ডিসহ আরও কয়েকটি শহর অতিক্রম করে রাজধানী শহর ইসলামাবাদে প্রবেশ করার কথা রয়েছে।
বার্তা সংস্থা ইসনা আরও জানায় গোয়েন্দা বিভাগের প্রধান বলেছেন: ইমরান খান সংবিধান পরিপন্থী পদক্ষেপ নিয়ে সেনাবাহিনীকে তাঁর সরকারের প্রতি সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেনাবাহিনী সংবিধান বিরোধী ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইমরান খান এখন সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন বলে জনাব আঞ্জুম মন্তব্য করেন।
এদিকে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতারা গোয়েন্দা প্রধানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এ ধরনের কোনো বে-আইনি অনুরোধ ইমরান খান করেন নি। ইমরান খান বরাবরই বলে এসেছেন: তার সরকার উৎখাতের সঙ্গে আমেরিকাসহ কিছু উচ্চাভিলাষী সংসদ সদস্যের ষড়যন্ত্র ছিল।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।