ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ড্রোন সংক্রান্ত বক্তব্যের জবাব দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i115508-ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_ড্রোন_সংক্রান্ত_বক্তব্যের_জবাব_দিল_আমেরিকা
ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইরান রাশিয়াকে কিছু ড্রোন দিয়েছিল বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান যে বক্তব্য দিয়েছেন তাকে ‘বাস্তবতা বিবর্জিত' বলে মন্তব্য করেছেন মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি। ইরানবিরোধী প্রচারণার দায়িত্বে নিয়োজিত এই মার্কিন কূটনীতিক দাবি করেছেন, ইরান রাশিয়াকে অল্প কিছু ড্রোন দেয়নি বরং যুদ্ধ শুরু হওয়ার পর সাম্প্রতিক গ্রীষ্মে মস্কোকে বহু ড্রোন সরবরাহ করেছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২২ ০৮:৩১ Asia/Dhaka
  • মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি।
    মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি।

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইরান রাশিয়াকে কিছু ড্রোন দিয়েছিল বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান যে বক্তব্য দিয়েছেন তাকে ‘বাস্তবতা বিবর্জিত' বলে মন্তব্য করেছেন মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি। ইরানবিরোধী প্রচারণার দায়িত্বে নিয়োজিত এই মার্কিন কূটনীতিক দাবি করেছেন, ইরান রাশিয়াকে অল্প কিছু ড্রোন দেয়নি বরং যুদ্ধ শুরু হওয়ার পর সাম্প্রতিক গ্রীষ্মে মস্কোকে বহু ড্রোন সরবরাহ করেছে তেহরান।

আমির-আব্দুল্লাহিয়ান গতকাল শনিবার এক বক্তব্যে বলেন, আমরা রাশিয়াকে যে সীমিত সংখ্যক ড্রোন দিয়েছি তা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে ঘটনা। রাশিয়া এসব ড্রোন ইউক্রেনে ব্যবহার করার জন্য নেয়নি। কাজেই আমাদের কাছে যদি প্রমাণিত হয় যে, ইরানি ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা এ ব্যাপারে নীরব থাকব না।

আমেরিকার ইরান বিষয়ক প্রতিনিধি ইরানি ড্রোন সম্পর্কে তার দাবির পাশাপাশি একথাও বলেছেন যে, ইউক্রেনের যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে সেসব এলাকায় ইরানের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রবার্ট ম্যালি অবশ্য তার কোনো বক্তব্যের পক্ষেই উপযুক্ত দালিল পেশ করতে পারেননি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান শনিবার বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে। তবে রাশিয়ার কাছে কোনো ক্ষেপণাস্ত্র বিক্রি করা হয়নি।

রাশিয়ার কাছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি সংক্রান্ত যেসব অপপ্রচার চালানো হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি পুরোপুরি মিথ্যা, তবে ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে কিছু ড্রোন রাশিয়ার কাছে বিক্রি করা হলেও সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য বিক্রি করা হয়নি।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।