আমেরিকার ২০০ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো
এবার বাইডেনের ২ ভাই ও ১ বোনের রাশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা
মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ নাগরিকের রাশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ সামরিক অভিযানের অজুহাতে মস্কোর ওপর ওয়াশিংটন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিক্রিয়ায় এ ব্যবস্থা নিল রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ওই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। যেসব মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের অনেকের নাম ঘোষণা করেছে মস্কো। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক বোন ও দুই ভাই রয়েছেন। এছাড়া, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়ের এবং মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনের নামও রয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেসব মার্কিন কর্মকর্তা রাশিয়া-ভীতি ছড়িয়ে দেয়ার পাশাপাশি ইউক্রেন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।