ব্রাজিলের নির্বাচনী আদালতে বলসোনারোর আবেদন খারিজ, দিতে হবে জরিমানা
https://parstoday.ir/bn/news/world-i116316-ব্রাজিলের_নির্বাচনী_আদালতে_বলসোনারোর_আবেদন_খারিজ_দিতে_হবে_জরিমানা
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে যে অভিযোগ দায়ের করেছিলেন নির্বাচনী আদালত তা খারিজ করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৪, ২০২২ ১৫:১১ Asia/Dhaka
  • লুলা ডি সিলভা
    লুলা ডি সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে যে অভিযোগ দায়ের করেছিলেন নির্বাচনী আদালত তা খারিজ করে দিয়েছে।

আদালতের তথ্য অনুসারে, নির্বাচনে প্রেসিডেন্ট বলসোনারো অল্প ব্যবধানে সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কাছে হেরে গেছেন।
গত ৩০ অক্টোবর এ রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে সামান্য ব্যবধানে বিজয়ী হন বামপন্থি সিলভা। এর মধ্যদিয়ে তিনি নতুন করে ব্রাজিলের রাষ্ট্র ক্ষমতায় ফেরেন। বলসোনারো চরম ডানপন্থি হিসেবে ব্রাজিলের রাষ্ট্র ক্ষমতায় আসেন যা কয়েক দশকের মধ্যে নতুন ঘটনা।

নির্বাচনী আদালত বলসোনারোর চ্যালেঞ্জই শুধু খারিজ করেনি বরং তার দলকে ৪২ লাখ ৭০ হাজার ডলার জরিমানাও করেছে। আদালত বলেছে, বাজে বিশ্বাসের ওপর ভিত্তি করে এই মামলা করা হয়েছে। যতক্ষণ এই জরিমানার অর্থ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত দলটির তহবিল জব্দ অবস্থায় থাকবে।

গত মঙ্গলবার বলসোনারোর লিবারেল পার্টি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। তিনি দাবি করেন, কিছু ভোটিং মেশিনে ত্রুটি ছিল এবং সেসব ভোট বাতিল করতে হবে। কিন্তু আদালত বলেছে, এসবই বলসোনারোর কল্পনা। মামলার রায়ে বিচারক মোরায়েস বলেন, এ ধরনের চ্যালেঞ্জ গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি আঘাত; এই মামলা অপরাধী ও গণতন্ত্র-বিরোধী আন্দোলনকারীদেরকে উৎসাহিত করবে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।