জন্মভূমি ক্যামেরুনের বিপক্ষে গোল করে সুইজারল্যান্ডকে জেতালেন এমবোলো
(last modified Thu, 24 Nov 2022 13:05:09 GMT )
নভেম্বর ২৪, ২০২২ ১৯:০৫ Asia/Dhaka
  • জন্মভূমি ক্যামেরুনের বিপক্ষে গোল করে সুইজারল্যান্ডকে জেতালেন এমবোলো

কাতার বিশ্বকাপের 'জি' গ্রুপের ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। একমাত্র গোলটি করেন সুইজারল্যান্ডের সেরা ফরোয়ার্ড ব্রিল এমবোলো। এমবোলোর জন্ম ১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সেখান থেকে ৫ বছর বয়সী ছেলে এমবোলোকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমায় তার মা। ২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এমবোলো।

আজ (বৃহস্পতিবার) ‘জি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধে ছিল গোলশূন্য সমতা। ৪৮তম মিনিটে ডিবক্সে জেরদান শাকিরি ক্রস থেকে ক্যামেরুনের জালে বল পাঠান এমবোলো। এ নিয়ে টানা তিন প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল পেলেন এমবোলো। তবে ক্যামেরুনের বিপক্ষে গোলটি তিনি উদযাপন করেননি।

ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে সুইজারল্যান্ড। তবে সুযোগ পেলেই সুইস রক্ষণকে ব্যস্ত করে তুলছিলেন ক্যামেরুন ফরোয়ার্ডরা। দশম মিনিটে মোক্ষম সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। ব্রায়ান এমবেউমো বাঁ প্রান্ত থেকে শট চালান। সেটা প্রতিহত হলে আলগা বল পান টোকো একামবি। তবে তার চেষ্টা থাকেনি লক্ষ্যে।

আক্রমণে গেছে সুইসরাও, ১৩তম মিনিটে বিপদসীমায় বল পেয়ে যান এম্বোলো। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকেলে লুটিয়ে পড়েন মাটিতে। পরের মিনিটে কাউন্টার অ্যাটাকে ওঠে ক্যামেরুন। এরিক ম্যাক্সিম চুপো মোটিং দ্রুতগতিতে সুইস ডি-বক্সে ঢুকে শটও নেন। তবে পরাস্ত করতে পারেননি গোলরক্ষক ইয়ান সোমারকে।

ব্রিল এমবোলো

৩০তম মিনিটে আবারও দলকে বাঁচান সুইস গোলরক্ষক। দারুণ ওয়ান-টুতে চুপো মোটিংয়ের সঙ্গে আক্রমণের মঞ্চ সাজান এমবেউমো। এরপর বল ছাড়েন মার্টিন হংলাকে। ডানপ্রান্ত থেকে নেওয়া এই মিডফিল্ডারের শট রুখে দেন সোমার। 

পাঁচ মিনিট বাদে আবারও আক্রমণে যায় ক্যামেরুন। রাইট-ব্যাক কলিন্স ফাই দারুণ এক ক্রস জোগান দেন কার্ল একামবিকে। কিন্তু রিকার্ডো রদ্রিগেজের ট্যাকেলে পড়ে যান ক্যামেরুন ১২ নম্বর। পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি তাতে। আরও একবার সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার অদম্য সিংহদের।

পরের মিনিটে নিকো এলভেদিকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন ফাই। বিরতির ঠিক আগে কর্নার থেকে বড় সুযোগ হাতাছাড়া হয় সুইজারল্যান্ডের। ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি লাফিয়ে উঠে হেড করলেও তা হয় লক্ষ্যভ্রষ্ট। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৮তম মিনিটে ক্যামেরুনকে স্তব্ধ করে দেন এমবোলো। জেরদান শাকিরির নিখুঁত ক্রস থেকে ঠান্ডা মাথায় ফিনিশ করে এগিয়ে নেন দলকে। তবে গোলের উদযাপন করেননি তিনি।

২৫ বছর বয়সী ফরোয়ার্ড এম্বোলোর জন্ম ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে। তবে মায়ের সঙ্গে খুব অল্প বয়সে ফ্রান্সে চলে আসেন এম্বোলো। পরিবর্তিতে সুইজারল্যান্ডে স্থানান্তরিত হন তারা। ফরাসি ক্লাব এস মোনাকোর এই তারকা চাইলে খেলতে পারতেন জন্মভূমির হয়েও। কিন্তু তিনি বেছে নেন  ইউরোপের দলটিকে।

৫৭তম মিনিটে দারুণ স্কিল দেখান বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড চুপো মোটিং। প্রতিপক্ষের ডি-বক্সে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে শট নেন গোলমুখে। তবে সোমার প্রতিহত করেন সেই চেষ্টা। কর্নার পায় ক্যামেরুন। পরের মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে সহজ সুযোগ হারায় সুইজারল্যান্ড।

৬৬তম মিনিটে নিজের দক্ষতা দেখান ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানাও। রুবেন ভার্গাসের জোরালো শট রুখে দেন দারুণভাবে। এরপর কর্নার থেকে সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি এম্বোলো।   

৭১তম মিনিটে তিনজন বদলি মাঠে নামান সুইস কোচ মুরাত ইয়াকিন। শাকিরি, এম্বোলো ও জিব্রিল সোকে উঠিয়ে নেন। ৮৩তম মিনিটে মোক্ষম এক স্লাইডে ক্যামেরুনকে রক্ষা করেন সেন্টার-ব্যাক নিকোলাস এনকোলো। পাঁচ মিনিট বাদে গ্রানিত জাকা বক্সের বাইরে থেকে প্রচেষ্টা চালান। কিন্তু পর্যাপ্ত জোর দিতে পারেননি শটে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল সুইসদের সামনে। বদলি ফরোয়ার্ড হারিস সেফেরোভিচের শট আপ্রাণ চেষ্টায় আটকান জ্যাঁ চার্লস ক্যাসটেলেট্টো। ফলে একমাত্র গোলের জয় নিয়েই খুশি থাকতে হয় ইয়াকিনের শিষ্যদের।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ