জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান
ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক দিতে অস্বীকার করেছে আমেরিকা: রিপোর্ট
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে আমেরিকা এম-১ আব্রামস ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। আমেরিকার কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার আমেরিকার সফরে যান এবং কংগ্রেসে দেয়া ভাষণে তিনি আব্রামস ট্যাংক সরবরাহ করার জন্য আমেরিকাকে বিশেষভাবে অনুরোধ জানান। কিন্তু পেন্টাগনের কর্মকর্তারা এ ধরনের ট্যাংক ব্যবহার করা ইউক্রেনের সেনাদের জন্য খুবই জটিল ও কঠিন হবে বলে তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এ নিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট যে রিপোর্ট করেছে তাতে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তারা মনে করেন ইউক্রেনের হাতে এরইমধ্যে যথেষ্ট ট্যাংক রয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামরিক সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা জেলেনস্কি সরকারকে প্রায় ৫ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। তবে এই আব্রামস ব্যাটল ট্যাংক কোনভাবেই ইউক্রেনকে দিতে রাজি নয় আমেরিকা। সম্প্রতি রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে দেশটি ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতেও রাজি হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।