তাইওয়ানের চারপাশে মহড়া চালাল চীন; ‘উস্কানির জবাব’ বলল বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i117642-তাইওয়ানের_চারপাশে_মহড়া_চালাল_চীন_উস্কানির_জবাব’_বলল_বেইজিং
তাইওয়ানের চারপাশের সাগর ও আকাশসীমায় নতুন করে ‘হামলা চালানোর মহড়া’ চালিয়েছে চীন। বেইজিং বলেছে, স্বশাসিত এই দ্বীপ ও আমেরিকার ‘উস্কানি’র জবাব দিতে এ মহড়া চালানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১১:২৬ Asia/Dhaka
  • তাইওয়ানের চারপাশে চীনের মহড়া
    তাইওয়ানের চারপাশে চীনের মহড়া

তাইওয়ানের চারপাশের সাগর ও আকাশসীমায় নতুন করে ‘হামলা চালানোর মহড়া’ চালিয়েছে চীন। বেইজিং বলেছে, স্বশাসিত এই দ্বীপ ও আমেরিকার ‘উস্কানি’র জবাব দিতে এ মহড়া চালানো হয়েছে।

চীনের সেনাবাহিনী- পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড গতকাল (রোববার) এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের উস্কানি ও অশুভ পাঁয়তারার কঠোর জবাব দিতে এ মহড়া চালানো হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, “থিয়েটার বাহিনী চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দৃঢ়সংকল্প।”

এর আগে শনিবার বেইজিং আমেরিকার নয়া প্রতিরক্ষা আইনের তীব্র নিন্দা জানায়। ওই আইনে তাইওয়ানকে দেয়া সামরিক সহযোগিতা শক্তিশালী করার জন্য বাইডেন প্রশাসনকে অনুমতি দেয়া হয়েছে। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলেছেন, আমেরিকাকে বিশ্বব্যাপী ‘একতরফা গুণ্ডামি’ প্রদর্শন এবং চীনের উন্নয়ন থামিয়ে দেয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওয়াং ই ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন সরকারকে চীনের  রেড লাইনগুলো অতিক্রম করার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

গত মাসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি-টু শীর্ষ সম্মেলনের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাক্ষাতে তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। ২০১৭ সালের পর সেটি ছিল বাইডেন ও জিনপিং এর প্রথম সাক্ষাৎ।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।