বিপুল অর্থ পেল লকহিড মার্টিন কোম্পানি
আবারো আধুনিকায়ন করা হচ্ছে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান
-
মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান
মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান আবারও আধুনিকায়ন করা হচ্ছে। এজন্য মার্কিন বিমান নির্মাতা কোম্পানি লোকহিড মার্টিনের সঙ্গে ৭৮০ কোটি ডলারের চুক্তি করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, জঙ্গিবিমান আধুনিকায়ন করার অংশ হিসেবে লকহিড মার্টিন কোম্পানির কাছ থেকে আরো বহু সংখ্যক এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে।
লকহিড মার্টিন কোম্পানির তথ্য মতে- স্টিলথ প্রযুক্তিসমৃদ্ধ এফ থার্টিফাইভ জঙ্গিবিমান হচ্ছে সবচেয়ে প্রাণঘাতী, টিকে থাকার যোগ্য এবং এযাবৎকাল যত যুদ্ধবিমান নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংযোগ ক্ষমতাসম্পন্ন।
গত বছর আমেরিকা এবং তার মিত্র দেশগুলোকে লকহিড মার্টিন কোম্পানি ১৪২টি এফ-৩৫ জঙ্গিবিমান দিয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের মাঝে বর্তমানে পূর্ব ইউরোপে বেশ কিছু সংখ্যক এফ-৩৫ জংগিমান মোতায়েন করা রয়েছে। #
পার্সটুডে/এসআইবি/৩১