ব্রিটেনে ধর্মঘট: ইউনিয়নগুলোকে সংলাপের আহ্বান ঋষি সুনাকের
https://parstoday.ir/bn/news/world-i118134-ব্রিটেনে_ধর্মঘট_ইউনিয়নগুলোকে_সংলাপের_আহ্বান_ঋষি_সুনাকের
ব্রিটেনের প্রধানমন্ত্রী সেদেশের ইউনিয়নগুলোর নেতাদেরকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাজ্যে বিভিন্ন পেশার লোকজন ভিন্ন ভিন্নভাবে ধর্মঘট পালন করায় জনজীবনে দুর্ভোগ নেমে আসার প্রেক্ষাপটে ঋষি সুনাক ওই সংলাপের আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৩ ১৫:০৩ Asia/Dhaka
  • ঋষি সুনাক
    ঋষি সুনাক

ব্রিটেনের প্রধানমন্ত্রী সেদেশের ইউনিয়নগুলোর নেতাদেরকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাজ্যে বিভিন্ন পেশার লোকজন ভিন্ন ভিন্নভাবে ধর্মঘট পালন করায় জনজীবনে দুর্ভোগ নেমে আসার প্রেক্ষাপটে ঋষি সুনাক ওই সংলাপের আহ্বান জানান।

জীবনযাত্রার সংকটের প্রতিবাদে নার্স, রেলকর্মী, ডাককর্মী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা ধর্মঘট পালন করছে। ব্রিটেন যেন এখন ধর্মঘট তরঙ্গের মুখোমুখি। প্রায় ৪০ হাজার রেল-ইউনিয়নের সদস্য, নৌ-চলাচল কর্মী এবং যাত্রীবাহী বাস কর্মীসহ আরও ১৪ হাজার রেলওয়ে অপারেটর ৩ এবং ৪ জানুয়ারি ৪৮ ঘণ্টার হরতাল পালন করেছে। ওই ইউনিয়ন ৫ তারিখ বিরতি দিয়ে গতকাল থেকে আবারও ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনের একটি স্কুল পরিদর্শনকালে বলেছেন: জীবনযাত্রার ব্যয় কমানো তাঁর সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান অর্থনৈতিক অগ্রাধিকার।

তিনি আরও বলেন: সরকার এবং সকল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসছে সোমবার সকল ইউনিয়নকে সংলাপের জন্য লিখিতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। জীবনযাত্রার ব্যয় সাশ্রয়ী, যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে দেশ ও সরকারের কর্তব্য সম্পর্কে মত বিনিময় করাই ওই সংলাপের উদ্দেশ্য।

সুনাক বলেন: আমরা বিশ্বাস করি এই আলোচনাটি হওয়াই উচিত। সেজন্য আমরা সোমবার সবাইকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। ওই আলোচনা ফলপ্রসূ হবে বলেও আগাম আশাবাদ ব্যক্ত করেন সুনাক।

এদিকে গত বৃহস্পতিবার ব্রিটেন সরকার ঘোষণা করেছে অচিরেই ধর্মঘট বিরোধী একটি নয়া আইন আনা হচ্ছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।