জানুয়ারি ০৯, ২০২৩ ২১:৪৭ Asia/Dhaka
  • দাঙ্গাকারীদের হটিয়ে শান্তি প্রতিষ্ঠা, বলসোনারোর বহিষ্কার চান ডেমোক্র্যাটরা

ব্রাজিলের জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ব্রাজিলের পুলিশ। এরই মধ্যে অন্তত ৩০০ হামলাকারীকে আটক করেছে তারা এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

দেশটির আইনমন্ত্রীও বিক্ষোভকারীদের গ্রেফতারের খবর দিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দাঙ্গায় জড়িতদের সর্বশেষ ব্যক্তিকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, ব্রাজিলের সুপ্রিম কোর্ট রাজধানী ব্রাসিলিয়ার গভর্নর ইবানিস রোচাকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে। চরম ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উগ্রবাদী সমর্থকরা গতকাল (রোববার) জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা করার পর এই ব্যবস্থা নেয়া হলো। বলসোনারো দেশের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেও তিনি তা মেনে নিতে চাইছিলেন না।

এদিকে, আমেরিকা থেকে বলসোনারোকে বহিষ্কারের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের কয়েকজন আইনপ্রণেতা। তারা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কৌশল অবলম্বন করে তার উগ্রবাদী সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছেন। এই বিপজ্জনক ব্যক্তিকে আমেরিকার থেকে বহিষ্কার করে তার নিজের দেশে ফেরত পাঠানো জরুরি।

গত ১ জানুয়ারি ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুলা ডি সিলভা শপথ অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাগ গ্রহণ করেন। সিলভার এই বিজয়কে কোনভাবে মানতে না পেরে বলসোনারো আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে চলে যান এবং তিনি ডি সিলভার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এড়িয়ে যান। তিনি আগেই অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে, ডি সিলভার শপথ অনুষ্ঠানে তিনি থাকবেন না। তবে গতকালের দাঙ্গার দায়িত্ব নিতে চাননি তিনি।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ