করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুর কথা জানালো চীন
(last modified Sun, 15 Jan 2023 05:36:53 GMT )
জানুয়ারি ১৫, ২০২৩ ১১:৩৬ Asia/Dhaka
  • করোনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুর কথা জানালো চীন

চীন সরকার নতুন করে করোনা ভাইরাসে আরো বহু মানুষের মৃত্যুর কথা জানিয়েছে যা আগে কখনো প্রকাশ করা হয়নি। বেইজিং বলছে কোভিড-১৯ এ গত পাঁচ সপ্তাহে অন্তত ৬০ হাজার মানুষ মারা গেছে এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বা এনএইচসি বলছে, ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত কোভিড-সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে ৫৯ হাজার ৯৩৮টি। গতকাল (শনিবার) এই ঘোষণা দেয়া হয়। মোট মৃত্যুর মধ্যে পাঁচ হাজার পাঁচশ তিন জন মারা গেছে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায সরাসরি করোনাভাইরাসের আক্রমণের ফল।

এই ৫৯,৩৩৮ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে যার অর্থ হচ্ছে এর বাইরে যে সমস্ত বাসাবাড়ি বা অন্য কোথাও মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলো হিসেবে আনা হয়নি। এ সমস্ত মৃত্যুর ঘটনা হিসেবে আনা হলে কোভিড সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যাবে।

বেশ আগে থেকেই কোভিডে মৃত্যুর ঘটনা গোপন রাখার ক্ষেত্রে চীন সরকার সমালোচনার মুখে ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি সপ্তাহের প্রথম দিকে দাবি করেছিল যে, কোভিডে চীনে যত বেশি মানুষ মারা যাচ্ছে তার অনেক কম প্রকাশ করছে বেইজিং সরকার। এক্ষেত্রে চীন গোপনীয়তার আশ্রয় নিচ্ছে। এর আগে চীন সরকার গত পাঁচ সপ্তাহে কোভিডে ৫,৫০৩ জনের মৃত্যুর কথা জানায়। এছাড়া ২০১৯ সালে চীনের উহান শহর থেকে সর্বপ্রথম যখন কোভিড ছড়িয়ে পড়ে তখন ৫,২৭২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। চীনে যে সমস্ত মানুষ করোনায় মারা গেছে তাদের গড় বয়স ৮০.৩ বছর।

এদিকে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দাবি করেছে, কোভিড-১৯ এর সর্বোচ্চ পর্যায় শেষ হয়েছে। জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত হাসপাতালে এক লাখ পাঁচ হাজার গুরুতর রোগী ভর্তি ছিল যা তার আগের সপ্তাহের চেয়ে শতকরা ১৮ ভাগ কম।#
পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।