সংঘাতের কোন আগ্রহ নেই আ লীগের: কাদের
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে: মির্জা ফখরুল
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলনে বিএনপি অবশ্যই জয়ী হবে। দৃঢ়তার সাথেই এ আশাবাদ জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে, চলমান আন্দোলনে বিএনপি অবশ্যই জয়ী হবে। দৃঢ়তার সাথেই এ তথ্য জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের একথা বলেন তিনি। ফখরুল আরো বলেন,আওয়ামী লীগের এক দলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে জেগে উঠেছে দেশের জনগণ। গণতন্ত্র পুনরুদ্ধারে, চলমান আন্দোলন আরও বেগবান করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও জানান, বিএনপি মহাসচিব।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনোরকম সংঘাত করার ইচ্ছে নেই। তিনি বলেন, বিএনপি কর্মসূচি দিয়ে যাতে গাড়ি ভাঙচুর ও আগুন সন্ত্রাস করতে না পারে, সেজন্য সতর্ক পাহারায় থাকে তার দল। আজ সকালে রাজধানীর বনানীতে সেতু ভবনে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। গণতন্ত্র উদ্ধারে দেশের জনগণ মাঠে রয়েছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন,গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে,নতুন করে উদ্ধার করার কিছু নেই।#
পার্সটুডে/নিলয়/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।