তেলমন্ত্রী মুসাদিক মালিকের মন্তব্য
‘নিষেধাজ্ঞা রাশিয়ার তেল কেনা থেকে পাকিস্তানকে বিরত রাখতে পারবে না’
পাকিস্তানের তেলমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে মস্কোর কাছ থেকে তেল কেনা থেকে বিরত থাকবে না ইসলামাবাদ।
শুক্রবার রুশ গণমাধ্যম আরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি তার দেশের এ অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জানান, পাক সরকার আগামী মার্চ মাস থেকে রুশ তেল কেনা শুরু করবে। এর আগে পাকিস্তান ও রাশিয়ার সরকারি কমিশনের বৈঠক হবে।
মুসাদিক মালিক বলেন, “এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নানা কায়দায় রাশিয়ার তেল কিনতে শুরু করেছে। এতে সেসব দেশ লাভবান হচ্ছে এবং পাল্টা কোনো প্রতিক্রিয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ নেই। সেক্ষেত্রে রাশিয়া থেকে পাকিস্তানের তেল আমদানিতে কোনো সমস্যা দেখি না; এতে কোনো আইন বা নিয়ম ভঙ্গ হবে না। আমরা এমন কোনো কিছু করতে যাচ্ছি না যা একেবারে সম্পূর্ণ নতুন, যা বিশ্বের কেউ করেনি।” এ সময় তিনি রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোর তেল আমদানির কথা উল্লেখ করেন।
পাকিস্তানের মন্ত্রী বলেন, “রাশিয়া থেকে ইউরোপ জ্বালানি কিনছে এবং আপনি যদি ইউরোপের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য জ্বালানি আমদানির পরিমাণ তুলনা করেন তাহলে দেখবেন যে, তাদের তুলনায় ইসলামাবাদ সামান্যই তেল কিনতে পারবে।”#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।