ইউক্রেনে সরবরাহ করা আমেরিকার আব্রামস ট্যাংক ধ্বংস করা হবে
https://parstoday.ir/bn/news/world-i118902-ইউক্রেনে_সরবরাহ_করা_আমেরিকার_আব্রামস_ট্যাংক_ধ্বংস_করা_হবে
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ বলেছেন, আমেরিকা যদি ইউক্রেনের কাছে আব্রামস ট্যাংক সরবরাহ করে তবে রাশিয়ার সেনারা তা ধ্বংস করে ফেলবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৩ ১৯:০৪ Asia/Dhaka
  • ইউক্রেনে সরবরাহ করা আমেরিকার আব্রামস ট্যাংক ধ্বংস করা হবে

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ বলেছেন, আমেরিকা যদি ইউক্রেনের কাছে আব্রামস ট্যাংক সরবরাহ করে তবে রাশিয়ার সেনারা তা ধ্বংস করে ফেলবে।

ইউক্রেনকে আমেরিকা আব্রামস ট্যাংক সরবরাহ করবে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ার উচ্চারণ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। আব্রামস ট্যাংকের সম্ভাব্য সরবরাহ সম্পর্কে জানতে চাইলে রুশ রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, আমেরিকার এই পদক্ষেপ শুধুমাত্র চলমান সংঘাতে আমেরিকার অন্তর্ভুক্তিই বাড়াবে, ইউক্রেনের নিরাপত্তা বা প্রতিরক্ষা নিশ্চিত করবে না।

তিনি বলেন, কোনো রকমের সন্দেহ ছাড়াই আমেরিকার ট্যাংক ধ্বংস করা হবে, ন্যাটোজোটের অন্য সামরিক সরঞ্জাম যেভাবে ধ্বংস করা হয়েছে। ওয়াশিংটন দিন দিন ইউক্রেনের পুতুল সরকারের জন্য সামরিক সহায়তা বাড়িয়ে চলেছে।

অ্যান্তোনভ আরো বলেন, রাশিয়াকে কৌশোলগতভাবে পরাজিত করার জন্য ইউক্রেনকে আমেরিকা তার পক্ষে যুদ্ধের জন্য ব্যবহার করছে। চলমান সংঘাতের মূল উদ্যোক্তা আমেরিকা বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।