ওডেসাকে নিয়ে ইউনেস্কোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i118918-ওডেসাকে_নিয়ে_ইউনেস্কোর_সিদ্ধান্তের_তীব্র_নিন্দা_জানাল_রাশিয়া
ইউক্রেনের বন্দরনগরী ওডেসাকে ‘বিপদের মুখে থাকা বিশ্ব ঐতিহ্যের’ তালিকায় অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত ইউনেস্কো নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওডেসা শহর সম্পূর্ণ বিপদমুক্ত। এটির জন্য এখন একমাত্র বিপদ ‘ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সরকার।’
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৩ ১১:১৫ Asia/Dhaka
  • ইউনেস্কো
    ইউনেস্কো

ইউক্রেনের বন্দরনগরী ওডেসাকে ‘বিপদের মুখে থাকা বিশ্ব ঐতিহ্যের’ তালিকায় অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত ইউনেস্কো নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওডেসা শহর সম্পূর্ণ বিপদমুক্ত। এটির জন্য এখন একমাত্র বিপদ ‘ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সরকার।’

মন্ত্রণালয় আরো বলেছে, ওডেসার ব্যাপারে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থাটি যে সিদ্ধান্ত নিয়েছে তা এই সংস্থার গুণগত উচ্চ মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইউনেস্কোতে এ সংক্রান্ত ভোটাভুটিকেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে মস্কো।

প্যারিসে ইউনেস্কোর প্যানেল বৈঠকে গতকাল (বুধবার) ওডেসা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ছয়টি ভোট এবং বিপক্ষে একটি ভোট পড়ে। ১৪ দেশ ভোটদানে বিরত ছিল।

ইউনেস্কোর মহা-পরিচালক অডেরি অ্যাজুলাই দাবি করেছেন, শহরটিকে বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করার জন্য সংস্থাটি সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ১৪ দেশ ভোটদানে বিরত থাকার পরও কীভাবে সর্বসম্মত সিদ্ধান্ত হলো সে সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।