আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি’ মেনে নিয়ে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i119606-আলোচনা_হতে_হবে_পূর্বশর্তহীন_এবং_উদ্ভূত_পরিস্থিতি’_মেনে_নিয়ে_রাশিয়া
ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া; তবে সে আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে’ মেনে নিয়ে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন গতকাল রাজধানী মস্কোয় এ মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:০০ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া; তবে সে আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে’ মেনে নিয়ে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন গতকাল রাজধানী মস্কোয় এ মন্তব্য করেছেন।

তিনি রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যেকোনো সামরিক অভিযান আলোচনার মাধ্যমে শেষ হয় এবং আমরা এরইমধ্যে বলে দিয়েছি আমরা সেরকম কিছুর জন্য প্রস্তুত রয়েছি। ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতা’ বলতে তিনি এরইমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের ভূখণ্ডকে রুশ ভূখণ্ড হিসেবে মেনে নেয়ার কথা বুঝিয়েছেন। রাশিয়া গত বছর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করে ওইসব অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিয়েছে।

ভারশিনিন আরো বলেন, সমস্যা হচ্ছে মস্কোর সঙ্গে ইউক্রেন আলোচনায় বসবে কিনা সে সিদ্ধান্ত কিয়েভে নেয়া হয় না বরং তা নেয়া হয় ওয়াশিংটন ও ব্রাসেলসে। তা না হলে এর আগে মিনস্ক ও ইস্তাম্বুলে যে আলোচনা শুরু হয়েছিল তাতেই ফল পাওয়া যেত।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওইসব আলোচনা থেকে ইউক্রেন বেরিয়ে গেছে এবং সে সিদ্ধান্ত কিয়েভে নেয়া হয়নি বরং অন্য কোনো দেশের রাজধানীতে নেয়া হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।