এবার ছোট্ট শহর মিসিসিপির চার স্থানে বন্দুক সহিংসতা, নিহত ৬
https://parstoday.ir/bn/news/world-i119796-এবার_ছোট্ট_শহর_মিসিসিপির_চার_স্থানে_বন্দুক_সহিংসতা_নিহত_৬
আমেরিকার মিসিসিপি শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) ছোট্ট এ শহরের চারটি স্থানে হামলা চালিয়ে এই ছয়জনকে হত্যা করে এক বন্দুকধারী। অবশ্য এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৫৪ Asia/Dhaka
  • এবার ছোট্ট শহর মিসিসিপির চার স্থানে বন্দুক সহিংসতা, নিহত ৬

আমেরিকার মিসিসিপি শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) ছোট্ট এ শহরের চারটি স্থানে হামলা চালিয়ে এই ছয়জনকে হত্যা করে এক বন্দুকধারী। অবশ্য এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়।

স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, নর্দান মিসিসিপির টেইট কাউন্টির ওই শহরে ৩০০'রও কম লোক বসবাস করে। শহরটি টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিস থেকে ৪০ মাইল দক্ষিণে অবস্থিত। টেইট কাউন্টি শরীফ ব্র্যাড ল্যান্সের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল টিভি-টুয়েলভ রিপোর্ট করেছে, অজ্ঞাত পরিচয় বন্দুকধারী প্রথমে একটি দোকানে যায় এবং সেখানে একজনকে গুলি করে হত্যা করে। তারপর পাশের একটি বাড়িতে যায় এবং এক নারীকে গুলি করে হত্যা করে। তারপর ওই বন্দুকধারী আরেকটি বাড়িতে প্রবেশ করে এবং সেখানে দুইজনকে হত্যা করে। ধারণা করা হচ্ছে এই বাড়িতেই এই বন্দুকধারী থাকতো।
পরে পুলিশ ওই বন্দুকধারীর গাড়িটিকে সন্দেহ করে চ্যালেঞ্জ করে এবং তাকে আটক করতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার গাড়িটি রাস্তা থেকে সিটকে একটি বাড়ির সাথে ধাক্কা খায় এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

আটক হওয়া বাড়ি থেকে পুলিশ আরো দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। এরমধ্যে একজনের মৃতদেহ একটি গাড়ি থেকে এবং অন্যজনের লাশ একটি হাঁটাচলার রাস্তা থেকে উদ্ধার করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী দোকানী, হামলাকারীর হত্যাযজ্ঞ সরাসরি দেখেছেন এবং তিনি বলেন, তার কাছে গুলিভর্তি পিস্তল ছিল এবং তিনি তাকে গুলি করতে চেয়েছিলেন। কিন্তু পরে নানা হিসাব নিকাশ করে তিনি গুলি করা থেকে বিরত থাকেন।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।