জার্মানির গির্জায় গোলাগুলি: কমপক্ষে ৭ জন নিহত, চরম বিপদের সতর্কতা
https://parstoday.ir/bn/news/world-i120542-জার্মানির_গির্জায়_গোলাগুলি_কমপক্ষে_৭_জন_নিহত_চরম_বিপদের_সতর্কতা
জার্মানির হামবার্গ শহরের একটি গির্জায় গোলাগুলিতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ ‘এক্সট্রিম ডেঞ্জার’ বা চরম বিপদের সতর্কতা দিয়েছে। হামবার্গের জেহোভাস উইটনেস সেন্টারে এ ঘটনা ঘটেছে। এতে হামলাকারীও নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১০, ২০২৩ ১৪:৫৭ Asia/Dhaka
  • জার্মানির গির্জায় গোলাগুলি: কমপক্ষে ৭ জন নিহত, চরম বিপদের সতর্কতা

জার্মানির হামবার্গ শহরের একটি গির্জায় গোলাগুলিতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ ‘এক্সট্রিম ডেঞ্জার’ বা চরম বিপদের সতর্কতা দিয়েছে। হামবার্গের জেহোভাস উইটনেস সেন্টারে এ ঘটনা ঘটেছে। এতে হামলাকারীও নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

কতজন নিহত হয়েছে সে বিষয়ে পুলিশ নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিহতের সংখ্যা সাত। গুরুত্বর আহত হয়েছেন আটজন।

গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা ১৫ মিনিটে ইমার্জেন্সিতে এ বিষয়ে খবর যায়। পুলিশ বলেছে, হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। তারা আরও জানিয়েছে কী উদ্দেশে এই হামলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এ নিয়ে লোকজনকে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ। হামলার পরপরই পুলিশ বলেছে, "আমাদের কাছে কোনো অপরাধীর পালিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত নেই।" পরে, তারা একজন "মৃত ব্যক্তিকে" খুঁজে পায় যাকে হামলাকারী বলে মনে করা হচ্ছে।

আজ দিনের প্রথম দিকে এক টুইটার পোস্টে হামবার্গ পুলিশ বলেছে যে, তারা ধারণা করছে, শুধুমাত্র একজন বন্দুকধারী হামলা করেছে এবং "অপরাধের পিছনে উদ্দেশ্য নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে"।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০