বৃদ্ধ মুসল্লির গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে হত্যা
https://parstoday.ir/bn/news/world-i121016-বৃদ্ধ_মুসল্লির_গায়ে_দাহ্য_পদার্থ_ঢেলে_আগুন_জ্বালিয়ে_হত্যা
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইসলাম-বিদ্বেষ পশ্চিমা বিশ্বে পদ্ধতিগতভাবে ইসলাম বিরোধিতার ফল। নাসের কানয়ানি বলেন: ব্রিটেনে ইসলাম-ভীতি, ঘৃণা ও প্রকাশ্য সহিংসতা ছড়ানোর ফলেই সেখানে মুসলিম বৃদ্ধের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনা ঘটছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২৩ ১৮:৩৪ Asia/Dhaka
  • বার্মিংহামে মুসল্লি হত্যা
    বার্মিংহামে মুসল্লি হত্যা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইসলাম-বিদ্বেষ পশ্চিমা বিশ্বে পদ্ধতিগতভাবে ইসলাম বিরোধিতার ফল। নাসের কানয়ানি বলেন: ব্রিটেনে ইসলাম-ভীতি, ঘৃণা ও প্রকাশ্য সহিংসতা ছড়ানোর ফলেই সেখানে মুসলিম বৃদ্ধের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনা ঘটছে।

সম্প্রতি বার্মিংহামে এক বৃদ্ধ মসজিদ থেকে বের হয়ে রাস্তায় এলে অজ্ঞাতপরিচয় এক যুবক তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়।

ইংল্যান্ডের যে রাস্তায় ওই ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরা ওই বৃদ্ধের মসজিদ থেকে বের হওয়ার মুহূর্ত রেকর্ড করেছে। ওই সিসিটিভির চিত্রগুলোতে দেখা গেছে অচেনা এক যুবক মসজিদ থেকে বেরিয়ে যাওয়া বৃদ্ধের কাছে আসে এবং কয়েক মিনিট তার সঙ্গে কথা বলে। কথাবার্তা শেষে উচ্চ দাহ্য ক্ষমতাসম্পন্ন কিছু তরল পদার্থ বৃদ্ধের ওপর ছিটিয়ে দেয় এবং তারপর বৃদ্ধ লোকটির গায়ে আগুন ধরিয়ে দেয়।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ইংল্যান্ডের বার্মিংহামে ওই বৃদ্ধকে পুড়িয়ে মারার ঘটনায় আজ (বৃহস্পতিবার) একটি টুইট করেছেন।

তিনি লিখেছেন: বার্মিংহাম শহরের রাস্তায়, জনসমক্ষে একজন বৃদ্ধ মুসলিমকে পুড়িয়ে মারার ঘটনা খুবই আতঙ্কিত এবং হতবাক করার মতো একটি ঘটনা। ইসলাম-বিদ্বেষ, ইসলাম-ভীতি ছড়ানোই এ ধরনের নৃশংস ঘটনার জন্য দায়ী বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের ভয়াবহ ঘটনার যথাযথ তদন্ত করা এবং তার ফলাফল ঘোষণা করা সে দেশের সরকারের জরুরি দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

নাসের কানয়ানি আরও বলেন: ব্রিটিশ পুলিশে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ সম্পর্কে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলোকেও অবশ্যই বিবেচনায় নিতে হবে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।