কেন বাখমুট শহর ধরে রেখেছে ইউক্রেন- জানিয়েছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি তার দেশের সেনারা বাখমুট শহরে আত্মসমর্পণ করত তাহলে তার সরকার রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়তো। আজ (বুধবার) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেন।
তিনি বলেন, “বাখমুট শহরে সেনারা আত্মসর্পণ করলে আমাদের সমাজ ক্লান্ত অনুভব করবে এবং সমাজ আমাকে রাশিয়ার সঙ্গে আপোস করার জন্য চাপ সৃষ্টি করবে।”
পশ্চিমা কর্মকর্তারা বাখমুট শহরের যুদ্ধকে ভয়াবহ যুদ্ধ বলে বর্ণনা করে আসছেন। তারা বলছেন, সামরিক দিক দিয়ে গুরুত্বহীন একটি শহরকে ধরে রেখে হয়তো প্রাণহানি ঘটাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুদ্ধদ্বার বৈঠকে তারা বারবার বাখমুট শহর থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, একই মতামত দিয়েছেন ইউক্রেনের শীর্ষ পর্যায়ে সামরিক কর্মকর্তারাও।
পশ্চিমা কর্মকর্তারা বলছেন, বাখমুট শহর থেকে সেনা প্রত্যাহার করে জেলেনস্কির উচিত তার দেশের সেনাবাহিনীকে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর সরবরাহ করা ভারী অস্ত্র পরিচালনার কৌশল শিক্ষা দেয়া যাতে উচিত যাতে রাশিয়া বিরুদ্ধে তারা বড় রকমের যুদ্ধের প্রস্তুতি নিতে পারে।
ট্রেনে ভ্রমণরত অবস্থায় প্রেসিডেন্ট জেলেনস্কি বার্তা সংস্থা এপি-কে এই সাক্ষাৎকার দেন এবং তিনি বেশিরভাগ কথা ইংরেজিতে বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, "বাখমুট শহর দখল করে নিতে পারলে রাশিয়া আরো বেশি সাহসী হয়ে উঠবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন এই বিজয়কে পশ্চিমা বিশ্ব, তার নিজের দেশ, চীন এবং ইরানের কাছে ফেরি করবে। পুতিন যদি বুঝতে পারেন আমরা দুর্বল তাহলে তিনি আমাদেরকে ধাক্কা দিতেই থাকবেন। কিন্তু আমরা আমাদের অবস্থান হারাতে চাই না।"#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।