সাংবাদিক আটকের জের
জরুরিভিত্তিতে সমস্ত মার্কিন নাগরিককে রাশিয়া ছাড়তে বলল আমেরিকা
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেফতারের পর রাশিয়ায় ভ্রমণরত কিংবা বসবাসকারী মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। রাশিয়ায় কর্মরত সাংবাদিককে গ্রেফতারের নিন্দা জানিয়ে আমেরিকা একে 'স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা' বলে নিন্দা জানিয়েছে।
এ ঘটনায় রাশিয়া বলছে, রাষ্ট্রীয় গোপন তথ্য কব্জা করার সময় গার্শকোভিচকে হাতেনাতে ধরা হয়েছে এবং তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়।
ওয়াল স্ট্রিটের সাংবাদিক গ্রেফতারের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, এ ঘটনায় ওয়াশিংটন উদ্বিগ্ন এবং কঠোরতম ভাষায় আমেরিকা এর নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, রাশিয়ায় ভ্রমণরত কিংবা বসবাসকারী সমস্ত মার্কিন নাগরিককে তাৎক্ষণিকভাবে দেশে ফিরে আসা উচিত।
একই রকমের বক্তব্য দিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের। তিনি বলেন, মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার বিষয়ে রুশ সরকারের পদক্ষেপ অগ্রহণযোগ্য। জন পিয়ের আরো বলেন, সরকারের কথা আমলে নিয়ে এ মুহূর্তে দেশের কোনো নাগরিকের রাশিয়া সফরে যাওয়া উচিত হবে না। আর যে সমস্ত নাগরিক রাশিয়ায় বসবাস করছেন তাদের দ্রুত দেশে ফিরে আসা উচিত।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৩১