ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের মধ্যে গুরুতর উদ্বেগ
https://parstoday.ir/bn/news/world-i121826-ইউক্রেনের_প্রতিরক্ষা_সক্ষমতা_নিয়ে_ওয়াশিংটনের_মধ্যে_গুরুতর_উদ্বেগ
সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া আমেরিকা ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সামরিক এবং গোয়েন্দা বিষয়ক অতি গোপণীয় নথিতে দেখা গেছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে। 
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
এপ্রিল ১২, ২০২৩ ১৪:২২ Asia/Dhaka
  • ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের মধ্যে গুরুতর উদ্বেগ

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া আমেরিকা ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সামরিক এবং গোয়েন্দা বিষয়ক অতি গোপণীয় নথিতে দেখা গেছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে। 

ফাঁস হওয়া নথির বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী মে মাসের মধ্যেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়বে। এসব ব্যবস্থায় যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয় তা ফুরিয়ে আসছে। ইউক্রেনের আকাশে রাশিয়ার একচেটিয়া আধিপত্যের বিষয়টিও এই রিপোর্টে উঠে এসেছে। কিয়েভ গত কয়েক মাস ধরেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে।

পেন্টাগনের হিসাবে, ইউক্রেন প্রতি মাসে ৬৯টি করে বাক মিসাইল এবং ২০০টি এস-৩০০ মিসাইল খরচ করছে। মূলত রাশিয়ার ছোঁড়া ড্রোন ও মিসাইল ধ্বংসের চেষ্টা করতে এসব মিসাইল ব্যবহার করে ইউক্রেন। এই হারে মিসাইল খরচ করতে থাকলে এই সপ্তাহের মধ্যে বাক মিসাইলের মজুদ শেষ হয়ে যাবে ইউক্রেনের। অপরদিকে এস-৩০০’র মজুদ শেষ হবে ৩রা মে। 

মার্কিন পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিরক্ষা সচিবের সহকারি বলেছেন, এই তথ্য ফাঁস দেশের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। এজন্য বিষয়টি রীতিমতো চিন্তার। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আমেরিকার সহযোগী দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় খতিয়ে দেখছে, কী ধরনের তথ্য বাইরে এসেছে এবং কোন দেশকে তা দেয়া হয়েছে। তবে, পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানিয়েছেন, এই তথ্যগুলো অত্যন্ত গোপন ও স্পর্শকাতর। গত কয়েকদিন ধরে টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং অন্য সামাজিক মাধ্যমে লাগাতার এসব তথ্য ফাঁস হচ্ছে। 

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, “ফাঁস হওয়া তথ্য খুবই ইন্টারেস্টিং। প্রত্যেকে এখন এই সব তথ্য বিচার-বিশ্লেষণ করছে। রাশিয়া এই তথ্য ফাঁস করেছে কি না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আপনারা জানেন, যাই হোক না কেন, শেষপর্যন্ত সব দোষ রাশিয়ার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। এটা একটা রোগের মতো।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২