ইউক্রেনে মার্কিন জীবাণু গবেষণাগার সম্পর্কে তদন্তের আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/world-i121930-ইউক্রেনে_মার্কিন_জীবাণু_গবেষণাগার_সম্পর্কে_তদন্তের_আহ্বান_জানাল_ইরান
ইউক্রেনে মার্কিন সেনাবাহিনীর জীবাণু অস্ত্রের গবেষণাগার সম্পর্কে তদন্তের আহ্বান জানিয়েছে ইরান। এসব কেন্দ্রের প্রাণঘাতী তৎপরতার ব্যাপারে তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০২৩ ১৬:৫৫ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইউক্রেনে মার্কিন সেনাবাহিনীর জীবাণু অস্ত্রের গবেষণাগার সম্পর্কে তদন্তের আহ্বান জানিয়েছে ইরান। এসব কেন্দ্রের প্রাণঘাতী তৎপরতার ব্যাপারে তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এসব সামরিক গবেষণাগারে যেসব তৎপরতা চলে তা জীবাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭২ সালে সালে প্রণীত জীবাণু অস্ত্র চুক্তি বা বিডাব্লিউসি অথবা জীবাণু ও বিষাক্ত অস্ত্র চুক্তি বা বিটিডাব্লিউসিতে স্বাক্ষরকারী দেশ।

১৮৩টি দেশের স্বাক্ষরিত বিটিডাব্লিউসিতে সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, তৈরি, অর্জন, স্থানান্তর, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষরকারী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হিসেবে আমেরিকা এটি মেনে চলতে এবং তার বিরুদ্ধে জীবাণু অস্ত্র তৎপরতা চালানোর যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের সুযোগ দিতে বাধ্য।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানয়ানি একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে আমেরিকার জীবাণু অস্ত্র তৎপরতা সম্পর্কে তদন্ত করানোর আহ্বান জানিয়েছেন। তিনি আমেরিকার এ তৎপরতাকে ‘মানবতাবিরোধী হুমকি’ বলে মন্তব্য করেন।

আমেরিকা ইউক্রেনে এখনও তার জীবাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে রুশ কর্মকর্তারা প্রমাণসহ তথ্য উপস্থাপন করার পর ইরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো। আন্তর্জাতিক আইনে এ ধরনের তৎপরতা নিষিদ্ধ থাকা সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী কী উদ্দেশ্যে ইউক্রেনে এ তৎপরতা চালাচ্ছে তা স্পষ্ট করার জন্য চীনও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/েএনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।