কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে পেন্টাগন তা জানে না
https://parstoday.ir/bn/news/world-i122122-কতগুলো_গোপন_নথি_ফাঁস_হয়েছে_পেন্টাগন_তা_জানে_না
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, পেন্টাগনের ঠিক কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে সে ব্যাপারে এখনো তারা নিশ্চিত হতে পারেননি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৮, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka
  • সাবরিনা সিং
    সাবরিনা সিং

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, পেন্টাগনের ঠিক কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে সে ব্যাপারে এখনো তারা নিশ্চিত হতে পারেননি।

গোপন নথি ফাঁসের পরিধি এবং সংখ্যা সম্পর্কে তারা এখনো বোঝার ও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

গতকাল (সোমবার) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সাবরিনা সিং বলেন, "আমরা এখনো অনলাইনে ফাঁস হওয়া নথির খোঁজ করছি, কিন্তু এটি পরিষ্কার নয় যে, আমাদের কত সংখ্যক নথি ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে এখনো আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি।"

বিস্তৃত পরিসরে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং মূলধারার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার আগে বিতর্কিত নথিগুলি গত মাসের কোনো এক সময়ে একটি ডিসকর্ড সার্ভারে উপস্থিত হয়।

ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের জ্যাক টেক্সেইরা নামে ২১ বছর বয়সী এক এয়ারম্যানকে গোপন নথি ফাঁসের জন্য আটক করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তার পরিচয় প্রকাশ করার পরে বৃহস্পতিবার এফবিআই তাকে গ্রেপ্তার করে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।