যুদ্ধবাজ বোল্টনের পরামর্শ
দক্ষিণ কোরিয়ায় আবার আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত
-
জন বোল্টন
মার্কিন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, দক্ষিণ কোরিয়ার মাটিতে আবারো আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত। এতে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এশিয় মিত্রের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন।
জন বোল্টন বলেন, “দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র পুনঃমোতায়েনের মাধ্যমে উত্তর কোরিয়াকে মোকাবেলার ব্যাপারে আমাদের দৃঢ় মনোভাবের প্রমাণ মিলবে।”
গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক ফোরামে দেয়া বক্তৃতায় বোল্টন এসব কথা বলেন।
জন বোল্টন এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক যখন আমেরিকা সফর করছেন তখন বোল্টন এই পরামর্শ মন্তব্য করলেন। সফরকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন এবং ধারণা করা হচ্ছে তাতে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
দক্ষিণ কোরিয়ায় ১৯৫৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েন ছিল।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।