বসন্তকালীন অভিযান ব্যর্থ হলে ইউক্রেন পশ্চিমা সমর্থন হারাতে পারে
https://parstoday.ir/bn/news/world-i122434-বসন্তকালীন_অভিযান_ব্যর্থ_হলে_ইউক্রেন_পশ্চিমা_সমর্থন_হারাতে_পারে
পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণে অস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সমর্থন পাওয়া সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে বসন্তকালীন সামরিক অভিযানে সফলতার নিশ্চয়তা ইউক্রেনের হাতে নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২৩ ১১:২৭ Asia/Dhaka
  • বসন্তকালীন অভিযান ব্যর্থ হলে ইউক্রেন পশ্চিমা সমর্থন হারাতে পারে

পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণে অস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সমর্থন পাওয়া সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে বসন্তকালীন সামরিক অভিযানে সফলতার নিশ্চয়তা ইউক্রেনের হাতে নেই।

মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে।
এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা রুশ সেনাদেরকে পিছু হটিয়ে দখল হয়ে যাওয়া জায়গাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে- এমন সম্ভাবনা খুবই কম যদিও পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে এবং এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধের সম্ভাব্য ফলাফলে ইউক্রেনের সমর্থকরা রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার উদ্যোগ নিতে পারে।
ইউক্রেন অনেকদিন থেকে বলে আসছে, শীত শেষে বসন্তের শুরুতে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করবে। নিউ ইয়ার্ টাইমস দাবি করছে, মে মাসের প্রথম দিকে ইউক্রেন বসন্তকালীন অভিযান শুরু করতে পারে। অবশ্য ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সীমাহেল সম্প্রতি নিজের ধারণা প্রকাশ করে বলেছেন, আসন্ন গ্রীষ্মে এই অভিযান শুরু নাও হতে পারে।#
পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।