পুতিনকে হত্যা চেষ্টার পর দিমিত্রি মেদভেদেভের মন্তব্য
'জেলেনেস্কি ও তার চক্রকে শারীরিকভাবে সরিয়ে দেয়ার বিকল্প নেই'
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ও তার চক্রকে শারীরিকভাবে সরিয়ে দেয়ার কোনো বিকল্প নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার ব্যর্থ চেষ্টার পর এ কথা বললেন মেদভেদেভ। গতকাল ইউক্রেনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনকে হামলার জন্য ড্রোন পাঠানো হয় বলে ক্রেমলিন অভিযোগ করেছে। দিমিত্রি মেদভেদেভ বলেন, “আজকের সন্ত্রাসী হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার চক্রকে সরিয়ে দেয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।” গতকাল (বুধবার) তিনি টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে একথা বলেন। দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মস্কো অভিযোগ করেছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার জন্য মঙ্গলবার দিনগত রাতের বেলা তার বাড়িতে হামলা চালাতে ইউক্রেনের পক্ষ থেকে দুটি ড্রোন পাঠানো হয় কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী ইলেক্ট্রনিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ওই দুটি ড্রোনকে অকার্যকর করে দেয়। ইউক্রেনের পক্ষ থেকে এই ড্রোন হামলার চেষ্টাকে ক্রেমলিন এক বিবৃতির মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছে। ক্রেমলিন আরো বলেছে, সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার মস্কোর রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৪