মস্কোর হুঁশিয়ারি
ইউক্রেনের পাল্টা সামরিক অভিযান শোচনীয় পরিণতি ডেকে আনবে
-
মিখাইল গালুজিন
রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ পরিকল্পিত পাল্টা সামরিক অভিযান চালানোর জন্য পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র দিচ্ছে কিন্তু এগুলো কোন ইতিবাচক ফলাফল আনবে না বরং এতে শুধুমাত্র রক্তপাত বাড়বে।
রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
রাশিয়ার সংবাদপত্র ইসজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে বলেন, চিন্তাহীন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে ইউক্রেনকে বিপুল পরিমাণে অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রশস্ত্র সজ্জিত করে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের উসকানি দেয়া আরো বেশি রক্তপাত এবং সংঘাত ছড়িয়ে দেয়ার পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।
ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের সতর্ক থাকা উচিত যে, এই ধরনের সম্ভাব্য অভিযানের পরিণতি শোচনীয় হবে- তাতে কোন সন্দেহ নেই। গালুজিন বলেন, রাশিয়ার সামরিক বাহিনী যেকোন ঘটনার জন্য প্রস্তুত রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে বিশাল আকারের পাল্টা সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য তার দেশের সেনারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষা করছে।#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।