ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর গোলাবারুদের স্বল্পতায় ভুগছে ইতালি
https://parstoday.ir/bn/news/world-i122854-ইউক্রেনকে_অস্ত্র_সরবরাহ_করার_পর_গোলাবারুদের_স্বল্পতায়_ভুগছে_ইতালি
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর মারাত্মক রকমের গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের স্বল্পতায় ভুগছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের সদস্য দেশ ইতালি। এ পর্যন্ত দেশটি ইউক্রেনকে ছয়টি অস্ত্রের চালান পাঠিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৬, ২০২৩ ১৬:২৪ Asia/Dhaka
  •  ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর গোলাবারুদের স্বল্পতায় ভুগছে ইতালি

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর মারাত্মক রকমের গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের স্বল্পতায় ভুগছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের সদস্য দেশ ইতালি। এ পর্যন্ত দেশটি ইউক্রেনকে ছয়টি অস্ত্রের চালান পাঠিয়েছে।

ইতালির কোরেরা ডেলা সেরা পত্রিকা গতকাল (শুক্রবার) এক প্রতিবেদনে এই অস্ত্র ঘাটতির কথা জানিয়েছে। পত্রিকাটি বলেছে, ইতালির সামরিক শিল্প-কারখানায় উৎপাদন বন্ধ থাকায় এবং আমেরিকা থেকে সরবরাহ অনিশ্চিত হওয়ার কারণে দেশটির হাতে যুদ্ধ করার মতো মাত্র দুই দিনের গোলাবারুদ মজুদ আছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ইতালির সামরিক বাহিনী বর্তমানে ভারী এবং হালকা গোলাবারুদের মারাত্মক অভাবে ভুগছে। একটি সূত্র বলেছে, তাদের হাতে খুব বেশি গোলাবারুদ নেই। অন্য আরেকজন সামরিক কর্মকর্তা বলেছেন, যদি ইতালি আজকে আক্রমণের শিকার হয় তাহলে বর্তমানে যে গোলাবারুদ আছে তা দিয়ে ৪৮ থেকে ৭২ ঘন্টা যুদ্ধ চালানো যাবে।
ইতালি ইউক্রেনকে এ পর্যন্ত ৭২ কোটি ৭০ লাখ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে। এছাড়া আমেরিকার সঙ্গে যৌথভাবে ইউক্রেনের জন্য ৪০০ কোটি ডলারের সহায়তা দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।