মে ০৮, ২০২৩ ১৩:৩৯ Asia/Dhaka
  • বীভৎস্য সন্ত্রাসের জনপদ যেন আমেরিকার টেক্সাস

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার একদিন পরই গাড়িচাপায় সাতজনকে হত্যা করা হয়েছে। এবারের হামলার টার্গেট অভিবাসন-প্রত্যাশীরা।

টেক্সাসের একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে বাস স্টপে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন মানুষ। আর এমন সময় তাদের পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি। এতে অন্তত ৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর দুদিন আগে এই অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতায় কমপক্ষে নয়জন নিহত হন। এসব ঘটনার পর মনে হচ্ছে টেক্সাস ভয়াবহ এক সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি দিয়ে অপেক্ষমান মানুষকে পিষে দেয়ার সময় চালক বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। ফলে বিষয়টিকে নিছক দুর্ঘটনা মনে করছে না পুলিশ। ওই ঘটনার পর গাড়ি চালককে আটক করা হয়। তিনি এখন হাসপাতালে ভর্তি এবং তার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিবাসীদের প্রতি বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক সিগনাল ভেঙে বাসস্ট্যান্ডে উঠে পড়ে গাড়িটি। দুর্ঘটনাস্থলে থাকা ভেনেজুয়েলার এক নাগরিক দাবি করেন, চালক গাড়ি থেকে মাথা বের করে তাদের অপমানসূচক কথাবার্তা বলছিলেন। এরপর ইচ্ছে করেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে দেন সেই চালক। এ ঘটনার সময় বাসস্ট্যান্ডে প্রায় ২৫ জন দাঁড়িয়েছিলেন। তাদের বেশিরভাগই অন্যদেশ থেকে আসা অভিবাসী। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয় গাড়ির ধাক্কায়। আরও ১০ জন গুরুতর আহত হন।

এর আগে গত শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরেই ঘটে আরেকটি নৃশংস বন্দুক হামলা। শহরটির উত্তরের একটি শপিংমলে বন্দুক হামলায় নিহত হন অন্তত নয়জন। এছাড়া, গুলিতে আহত হয়েছেন আরও সাতজন। হামলাকারীকে থামাতে গুলি চালায় পুলিশ। এতে মারা যান ওই বন্দুক হামলাকারী।#
পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ