একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
(last modified Fri, 17 Jun 2016 14:25:10 GMT )
জুন ১৭, ২০১৬ ২০:২৫ Asia/Dhaka

১৭ জুন শুক্রবার ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই ঢাকার দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম তুলে ধরছি।

 'সাঁড়াশি অভিযান মানুষের মাঝে স্বস্তি এনেছে- স্বরাষ্ট্রমন্ত্রী: দৈনিক যুগান্তর

 জঙ্গিবাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র- মওদুদ: প্রথম আলো

 বিরোধীদের গ্রেপ্তার করে জঙ্গি বানানোর চেষ্টা চলছে-রিজভী: মানবজমিন

 পুলিশই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে- জামায়াত: দৈনিক নয়াদিগন্ত

 এখন জাসদ ঘাটাঘাটির সময় না: ওবায়দুল কাদের- ইত্তেফাক

 মাদারীপুরে শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিম ১০ দিনের রিমান্ডে –সমকাল

 প্রবাসী আয়ের ২২ শতাংশ আসছে অবৈধ পথে: যায়যায়দিন

 এবং সংসদে ৬০টি আসনের দাবি হিন্দু মহাজোটের: দৈনিক যুগান্তর

শিরোনামের পর কয়েকটি খবরের উল্লেখযোগ্য অংশ তুলে ধরব। প্রথমেই সাড়াশি অভিযান সংক্রান্ত খবর। জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান আজ শেষ হয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে পুলিশ।

টার্গেট কিলিং বন্ধের একটি প্রক্রিয়া সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চলমান সাঁড়াশি অভিযানে গত সাত দিনে ১৩ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ঈদ সামনে রেখে এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে কোনো ধরনের পুলিশি গ্রেফতার বাণিজ্য হয়নি।

বিরোধীদের গ্রেপ্তার করে জঙ্গি বানানোর চেষ্টা চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাঁড়াশি অভিযানের নামে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে জঙ্গি বানানোর চেষ্টা করছে।

তিনি বলেন, আন্দোলনরত বিরোধী দলের নিরপরাধ, নিরীহ কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রকৃত কোন জঙ্গিকে ধরা হয়নি। সন্দেহভাজন বলে যে ১৪৫ জনকে ধরা হয়েছে তাদের পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। বিরোধী দলের যেসব নেতাকর্মীকে ধরা হয়েছে তাদের কাছ থেকে এখন জঙ্গি বলে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেভাবেই হোক বিরোধী দলকে জঙ্গি হিসেবে উপস্থাপন করাই তাদের লক্ষ্য।

জঙ্গিবাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র- মওদুদ

দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ মনে করেন- দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও জঙ্গিবাদ উত্থানের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তবে তিনি এ-ও বলেছেন, জঙ্গি দমনে সরকারের সততার অভাব আছে।

তিনি বলেন, দেশে জঙ্গিবাদের উত্থানে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে তা অবিশ্বাস করার উপায় নাই। র‍্যাব, পুলিশ দিয়ে এই জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা যাবে না। এ জন্য অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সব পর্যায়ে জনগণের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। তাহলেই জঙ্গিবাদ, উগ্রবাদ দমন করা যাবে। এ জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

এখন জাসদ ঘাটাঘাটির সময় না: ওবায়দুল কাদের

জাসদ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যকে ব্যক্তিগত আখ্যা দিয়ে ১৪ দলীয় জোটকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন এসব ঘাটাঘাটির সময় নয়। জাসদ সম্পর্কে সৈয়দ আশরাফের বক্তব্য ব্যক্তিগত, এটি সরকার বা আওয়ামী লীগের বক্তব্য নয়।

শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিম ১০ দিনের রিমান্ডে

মাদারীপুরে কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার মামলায় ঘটনাস্থল থেকে জনতার হাতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি সদস্য গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। সদর থানার পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় জানান, ফাহিমকে শুক্রবার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান ১০ দিনের রিমান্ডে নিয়ে ফাহিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

প্রবাসী আয়ের ২২ শতাংশ আসছে অবৈধ পথে: যায়যায়দিন

বাংলাদেশের অর্জিত প্রবাসী আয়ের ২২ দশমিক ১০ শতাংশ আসছে অবৈধ পথে। আর বৈধ ভাবে আসছে ৭৭ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে অবৈধ পথে অর্ধেকের বেশি আসছে হুন্ডির মাধ্যমে। প্রবাস আয় বিনিয়োগসংক্রান্ত জরিপে উঠে এসেছে এই তথ্য। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

পাঠক, বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর দিকে নজর দিচ্ছি। প্রথমেই শিরোনাম:

 গুজরাটের গুলবার্গ গণহত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, রায়ে হতাশ জাকিয়া জাফরি- আনন্দবাজার

 লক্ষ্য উত্তরপ্রদেশের ভোট, মোদি মন্ত্রিসভার রদবদল এ মাসেই

 ভারত-নামিবিয়া ইউরেনিয়াম চুক্তি রূপায়ণের পথে

 এবং হিন্দু হত্যা রুখতে বাংলাদেশকে সাহায্যের আশ্বাস ভারতের

 কালোটাকা উদ্ধার নিয়ে এবার জেটলিকে বিঁধলেন সুব্রহ্মণ্যম স্বামী

শিরোনামের পর এবার কয়েকটি খবরের গুরুত্বপুর্ণ অংশ তুলে ধরছি। প্রথমেই গুলবার্গ হত্যাকাণ্ডের রায় ও প্রতিক্রিয়া সংক্রান্ত খবর।

গুলবার্গ হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে সাত বছরের কারাদণ্ড দিল আদালত। গত ২ জুন এই মামলায় ১১ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ভিএইচপি নেতা অতুল বৈদ্য-সহ ১৩ জনের বিরুদ্ধেও অভিযোগ ছিল। তবে তাঁদের সাজা কম হয়। এ দিন মামলা শুরু হতেই দোষীদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেন সুপ্রিম কোর্ট নিযুক্ত আইনজীবী। কিন্তু অভিযুক্তদের আইনজীবী এর তীব্র বিরোধিতা জানান।

আনন্দবাজার লিখেছে, গুলবার্গ হত্যা মামলায় শাস্তির রায় শোনার পরই আদালতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস সংসদ সদস্য এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। তিনি বলেন, “আমরা যেখান থেকে শুরু করেছিলাম, এই রায়ের পর আবার সেখানেই ফিরে গেলাম। তবে এটাও বলে রাখি, আমাদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি।”

এই মামলার রায়ে হতাশ সমাজকর্মী তিস্তা শীতলবাঢ়। এই রায়কে ‘দুর্বল’ বলেও কটাক্ষ করেছেন তিনি। তিস্তা জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে ফের আবেদন জানানো হবে।

 

‘মোদি মন্ত্রিসভার রদবদল এ মাসেই’- এই শিরোনামে বর্তমান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। আর সেই রদবদলের লক্ষ্য নিছক শূন্যপদ পূরণ অথবা ব্যর্থ মন্ত্রীর অপসারণ তথা দপ্তরবদল নয়। প্রকৃত লক্ষ্য আগামী বছরের একঝাঁক রাজ্যের বিধানসভা নির্বাচন। প্রধানত উত্তরপ্রদেশ। এবং তারই সঙ্গে পাঞ্জাব, উত্তরাখণ্ড, গুজরাত, মণিপুরেও বিধানসভা ভোট আর ১০ মাস পর। এবং এই রাজ্যগুলি দখলকেই আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ পাখির চোখ করেছেন।

‘হিন্দু হত্যা রুখতে বাংলাদেশকে ভারতের সাহায্যের আশ্বাস’ সম্পর্কিত খবরে সংবাদ প্রতিদিন লিখেছে, বাংলাদেশ ইসলাম প্রধান দেশ৷ সে দেশে হিন্দু ধর্ম প্রচার করলে পরিণতি মৃত্যু। বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের মহারাজকে এরকমই হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। আর এই ইস্যুতেই বাংলাদেশকে সবরকম নিরাপত্তার আশ্বাস দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিল ভারত।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

ট্যাগ