আমেরিকায় গৃহহীন ও দরিদ্র মানুষের মৃত্যুর নয়া রেকর্ড
https://parstoday.ir/bn/news/world-i123178
আমেরিকায় গৃহহীন ও দরিদ্র মানুষের রেকর্ড পরিমাণ মৃত্যুর খবর দিয়েছে সেদেশের গণমাধ্যম। নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে প্রতিদিনই আমেরিকার বুহৎ শহরগুলোতে বিরাট সংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৪, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka
  • আমেরিকায় গৃহহীন মানুষের চিত্র
    আমেরিকায় গৃহহীন মানুষের চিত্র

আমেরিকায় গৃহহীন ও দরিদ্র মানুষের রেকর্ড পরিমাণ মৃত্যুর খবর দিয়েছে সেদেশের গণমাধ্যম। নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে প্রতিদিনই আমেরিকার বুহৎ শহরগুলোতে বিরাট সংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে আশ্রয়কেন্দ্রে বসবাস করার পরিবর্তে আমেরিকার প্রচুর নাগরিক উদ্বাস্তু জীবন যাপন করছে। সেইসঙ্গে নজিরবিহীন সংখ্যক মানুষ অতি দ্রুত পথেঘাটে মৃত্যুবরণ করছে। টাইমসের প্রতিবেদন অনুসারে গত এক দশকে সান দিয়েগো শহরে মৃত্যুর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়েছে।  

পত্রিকাটি আরও লিখেছে, গত বছর সান দিয়েগো শহরের একটি হাসপাতালের জরুরি বভাগে ১০ হাজার ৫০০ গৃহহীন রোগীর ভিজিট রেকর্ড করা হয়েছে।

জ্যাকসন হিঙ্কলি নামে আমেরিকার এক মিডিয়া কর্মী তার টুইটারে লিখেছে: তার দেশের সরকার ইউক্রেন যুদ্ধের অজুহাতে এই দেশকে ২০ হাজার কোটি ডলার দিয়েছে। অথচ আমেরিকার গৃহহীন মানুষের জন্য কোনো বরাদ্দ রাখে নি সরকার।#

পার্সটুুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।