বার্লিন সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট
জার্মানিকে প্রধান অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত করতে চায় ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো দ্রুত গতিতে অত্যাধুনিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহ করার জন্য জার্মান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্লিন সফরে গিয়ে তিনি জার্মান প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের কাছে এ আহ্বান জানান।
ইউক্রেন ইদানিং সবচেয়ে বেশি অস্ত্রের যোগান দেয়া দেশ হিসেবে জার্মানিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত করার চেষ্টা করছে।
রোববার প্রথমবারের মতো বার্লিন সফরে যান জেলেনস্কি। তাকে বহনকারী বিমান বার্লিনের আকাশসীমায় পৌঁছার পর তাকে জার্মান বিমান বাহিনীর জঙ্গি বিমান এসকর্ট করে নিয়ে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, জার্মানি বর্তমানে আমেরিকার পর তার দেশকে অস্ত্র সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। তিনি বলেন, “আমরা জার্মানিকে প্রথম দেশ হিসেবে দেখতে চাই।”
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেনমেয়ারের সঙ্গে সাক্ষাতের আগে জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনের আধুনিক যুগের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে জার্মানি কিয়েভের পাশে দাঁড়িয়েছে। আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার এ লড়াইয়ে জয়লাভ করতে চাই।এর আগে জার্মান চ্যান্সেলন ওলাফ শোলজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কি।
জার্মানি এখন পর্যন্ত ট্যাংক, রকেট ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে। ইউকেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যখন খবর বেরিয়েছে তখন জার্মানি সফরে গেলেন জেলেনস্কি। পাল্টা হামলার জন্য বিপুল পরিমাণ পশ্চিমা সমরাস্ত্র ও গোলাবারুদ মজুদ করার চেষ্টা করছে কিয়েভ।রোববারই বার্লিন কিয়েভকে ২৭০ কোটি ইউরো মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/ জিএআর/ ১৫