ইঙ্গিতে বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি
পূর্বাঞ্চলীয় শহর বাখমুত যে পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে সে কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইঙ্গিতে স্বীকার করে নিয়েছেন।
জাপানের হিরোশিমা সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ (রোববার) বলেছেন, বাখমুত শহরটি তাদের হৃদয়ে থাকবে। এটা ট্র্যাজেডি। সেখানে কিছুই নেই। জেলেনস্কির এমন জবাবকে শহরটি হাতছাড়া হওয়ার স্বীকৃতি হিসেবে গণ্য করা হচ্ছে।
অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র সের্গেই নিকিফোরভ দাবি করেছেন, রুশ বাহিনীর কাছে বাখমুত শহরের পতন হওয়ার বিষয়টি জেলেনস্কি নিশ্চিত করেননি।
গতকাল বাখমুত পুরোপুরি দখলের দাবি করে রাশিয়া। বাখমুতে রাশিয়ার হয়ে কয়েক মাস ধরে লড়ে আসছে রুশ ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ। ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বাখমুত দখলের দাবি করেন।
ভাগনারের এমন দাবির পর গ্রুপটিকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।