ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চাত্যকে দায়ী করল চীন
https://parstoday.ir/bn/news/world-i123930
ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চাত্যকে দায়ী করেছে চীন। ইউরেশিয়া অঞ্চল বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি লি হুই বলেছেন, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি সরকারকে অবিরাম সমরাস্ত্র সরবরাহ করে পাশ্চাত্যই এই যুদ্ধ টিকিয়ে রেখেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৩, ২০২৩ ০৯:০৫ Asia/Dhaka
  • লি হুই
    লি হুই

ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চাত্যকে দায়ী করেছে চীন। ইউরেশিয়া অঞ্চল বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি লি হুই বলেছেন, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি সরকারকে অবিরাম সমরাস্ত্র সরবরাহ করে পাশ্চাত্যই এই যুদ্ধ টিকিয়ে রেখেছে।

তিনি মস্কো ও কিয়েভ সফর শেষে বেইজিং ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। হুই বলেন, “আমরা যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে এবং মানুষের জীবন রক্ষা করতে চাই তাহলে যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র সরবারাহ বন্ধ করতে হবে।”

তিনি বলেন, ইউক্রেন সংকট কীভাবে আজকের অবস্থা পর্যন্ত এলো তার বেদনাদায়ক শিক্ষা গ্রহণের জন্য সব পক্ষকে গভীর চিন্তাভাবনা করতে হবে।এই চীনা কূটনীতিক সকল পক্ষকে রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য চেষ্টা করার আহ্বান জানান।

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কাজে মধ্যস্থতা করার চেষ্টা করছে চীন। ওই প্রচেষ্টার অংশ হিসেবে লি হুই গতমাসে কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেন। তিনি শুক্রবার বেইজিং-এ আরো বলেন, অচিরেই চীনের আরেকটি প্রতিনিধিদল ইউরোপ সফরে যেতে পারে যদিও তিনি সুস্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩